Rules & Regulations
ছাত্রছাত্রীদের আচরণ বিধি
পড়ুয়া ছাত্র-ছাত্রী হলেই যে, সে ভাল ছাত্র-ছাত্রী হবে এমন কোন কথা নেই। সত্যি কথা বলতে ভাল ছাত্র-ছাত্রীর সংজ্ঞা আরও ব্যাপক। পড়া শুনায় ভাল হওয়াটা ভাল ছাত্র-ছাত্রীদের জন্য একটা দরকারী গুণ; পুরো ভাল ছাত্র-ছাত্রী হিসেবে পরিচয় দিতে গেলে নীচের উপদেশগুলো মেনে চলতে হবে।
নিয়মানুবর্তিতা
Ø সকল শিক্ষার্থীকে অধ্যবসায়ী ও পরিশ্রমী হতে হবে।
Ø নিয়মিত এবং সময়মত বিদ্যলয়ে / কলেজে উপস্থিত হতে হবে।
Ø ক্লাসে বসার ১৫ মিনিট পূর্বে বিদ্যালয়ে / কলেজে আসতে হবে, যথারীতি ‘সমাবেশ’ ক্লাসে যোগদান করবে এবং সেখান থেকে সারিবদ্ধভাবে নিজ নিজ শ্রেণি কক্ষে প্রবেশ করবে।
Ø এ নিয়মের প্রতি অবজ্ঞা ও অশ্রদ্ধা প্রকাশ করলে বা বিলম্বে বিদ্যালয়ে / কলেজে আসলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুপস্থিতি
যে কোন ধরণের অনুপস্থিতির জন্য বিদ্যালয় / কলেজে প্রধানের অনুমতি একান্ত প্রয়োজন। ছুটি মঞ্জুরের জন্য পিতা-মাতার স্বাক্ষরযুক্ত (ডায়েরীতে সংযোজিত নমুনা স্বাক্ষর অনুযায়ী) লিখিত আবেদন পত্র শ্রেণি শিক্ষক / শিক্ষিকার মাধ্যমে সহকারী প্রধান শিক্ষক / কলেজ ইনচার্জ এর কাছে জমা দিতে হবে।
আচরণ
ক) সৎ চিন্তা করবে, সৎপথে চলবে, সত্য কথা বলবে, সকল কাজে আল্লাহকে স্মরণ করবে, পিতা-মাতা ও গুরুজনদের শ্রদ্ধা-ভক্তি করবে, অন্যায়কে ঘৃণা করবে।
খ) নিয়মিত ও সময়মত বিদ্যালয়ে / কলেজে আসা, শ্রেণি ও বাড়ির কাজে বিশেষ মনোযোগী হওয়া প্রতিটি ছাত্র-ছাত্রীর প্রাথমিক তিনটি প্রয়োজনের মধ্যে পড়ে।
গ) প্রত্যেক শিক্ষার্থীর সমাবেশে যোগদান বাধ্যতামূলক।
ঘ) প্রত্যেক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও বড়দের সঙ্গে সৌজন্যমূলক ব্যবহার, সহপাঠী ও বিদ্যালয়ের / কলেজের সকল ছাত্র-ছাত্রীদের প্রতি আচার ব্যবহারে ভদ্রতা বজায় রাখবে।
ঙ) বিদ্যালয়ে / কলেজে যাতায়াতের পথে প্রত্যেক ছাত্র-ছাত্রীর সুশৃঙ্খল আচরণ অবশ্যই কাম্য।
চ) শিক্ষা পিরিয়ড অন্তে বা শ্রেণি পরিবর্তনের সময় সম্পূর্ন নীরবতা পালন করতে হবে। শিক্ষক-শিক্ষিকার শ্রেণি কক্ষ পরিবর্তনজনিত অনুপস্থিত সময়টুকু শ্রেনি নেতার কথা মানতে হবে। অযথা বারান্দায় ঘোরাঘুরি করা যাবে না।
ছ) অবাধ্যতা, উচ্ছৃঙ্খলতা, নৈতিকতার অভাব, অনিয়মিত উপস্থিতি, অভ্যাসগত অলসতা ইত্যাদি কারণে যে সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বিদ্যালয়ের / কলেজের সর্বাঙ্গীন আদর্শের সহায়ক নয়, তাদেরকে বিদ্যালয় / কলেজ থেকে বহিস্কার করা হবে।
জ) শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বিদ্যালয়ের / কলেজের সকল সম্পদ সুসজ্জিত রাখা প্রত্যেক ছাত্র-ছাত্রীর দায়িত্ব ও কর্তব্য। বিদ্যালয়ের কোন সম্পদ নষ্ট হতে দেখলে বাঁধা এবং তৎক্ষনাৎ কর্তৃপক্ষকে জানাবে।
ঝ) প্রত্যেক ছাত্র-ছাত্রীকে স্ব স্ব বই, খাতা, কলম, পেন্সিল, রাবার, স্কেল, জামা-কাপড় প্রভৃতির রক্ষনাবেক্ষণ ও যত্ন নেওয়ার জন্য দায়িত্ব পালন করতে হবে। এ ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী হবে না। এসব জিনিস পত্র রাখার জন্য স্কুল ব্যাগ ব্যবহার করা বাঞ্ছনীয়।
ঞ) ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে কোন মূল্যবান জিনিসপত্র (রেকর্ড প্লেয়ার, ক্যামেরা, মোবাইল ফোন ইত্যাদি) আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
ট) মেয়েরা ভারী কোন স্বর্ণালংকার পরিধান করে বিদ্যালয়ে / কলেজে আসতে পারবে না।
ঠ) সকল ছাত্র-ছাত্রীকে টিফিন ও খাবার পানি সঙ্গে আনতে হবে।
ড) বাথরুম, শ্রেণিকক্ষ এবং বারান্দার ওয়ালে অযথা লেখালেখি করা যাবে না।
উপরোক্ত নির্দেশনাবলী সকল ছাত্র-ছাত্রীকে মেনে চলতে হবে। অন্যথায় বিদ্যালয় / কলেজ থেকে বহিষ্কার করা হবে।