IISAC At a Glance
একনজরে ইম্পেরিয়াল স্কুল এন্ড কলেজ
আস্সালামু আলাইকুম। শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি বা সমাজ উন্নতি লাভ করতে পারে না। সর্বজন স্বীকৃত এ বিষয়টি মাথায় রেখে তুষারধারা এলাকায় ইম্পেরিয়াল ফাউন্ডেশন কতৃক পরিচালিত ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল এন্ড কলেজ বাংলাদেশের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। অত্র প্রতিষ্ঠান এরই মধ্যে আধুনিক শিক্ষাব্যবস্থার সকল বৈশিষ্ট্য নিয়ে পরিচালিত হচ্ছে । স্কুলটি বর্তমানে ২০ বছর অতিক্রম করে ২১ বছরে পদার্পণ করেছে। ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল এন্ড কলেজ একটি অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্লে থেকে ১০ম শ্রেনি পর্যন্ত প্রায় ৭৫০ এর অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে পাঠদান করা হয়।তবে, প্রাথমিক শাখায় ইংরেজি ভার্সন চালু আছে। “ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল এন্ড কলেজের” পরিচালক মন্ডলী এবং শিক্ষকগণের অক্লান্ত প্রচেষ্টায় বিগত ২০১২, ২০১৩, ২০১৪,২০১৫, ২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০ ও ২০২২ সালে পি ই সি ও জে এস সি ও এস,এস,সি পরীক্ষায় শতভাগ পাশের মাধ্যমে বিদ্যালয়টি ইর্শনীয় সাফল্য অর্জন করে। এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৫১ জন পরিক্ষার্থীর মধ্যে ১০টি গোল্ডেনসহ জিপিএ ৫ এবং ৩৬ টি A সহ ৯৯.৯৯% পাশ সহ অত্র এলাকায় এবং কেন্দ্রে প্রথম স্থান অধিকার করে জনগনের মধ্যে বিপুল সারা জাগিয়েছে। ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল এন্ড কলেজ ইতিমধ্যে সৃষ্টি করেছে অসংখ্য দক্ষ মানবসম্পদ , যারা বর্তমানে দেশ ও দশের কল্যাণে কাজ করে চলেছে। দক্ষ নেতৃত্ব, পড়ালেখার , সুশৃঙ্খল পরিবেশ, মানসম্মত পাঠদান, ঈর্ষণীয় ফলাফল, উন্নত সুযোগ-সুবিধা প্রভৃতি কারণে শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে এটি হয়ে উঠেছে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান ।
বালক শাখা

বালিকা শাখা
