Imperial Ideal School & College

Principal’s Message

মোঃ আসাদুজ্জামান

অধ্যক্ষ

ইম্পেরিয়াল স্কুল এন্ড কলেজ

ঢাকা নটরডেম কলেজ, ভিকারুননিসা নূন স্কুল কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ- এ সব প্রতিশ্রুতিশীল শিক্ষা প্রতিষ্ঠানের সমমর্যাদায় উঠে আসছে, আরেকটি শিক্ষাঙ্গন কদমতলী থানার সন্নিকটে ইম্পেরিয়াল স্কুল এন্ড কলেজেরযা ইতিমধ্যে ঢাকাসহ সারা দেশে সাড়া জাগিয়েছে। এ প্রতিষ্ঠানের বড় কৃতিত্ব চূড়ান্ত পরীক্ষার গুলোর ধারাবাহিক সাফল্য। প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলের সংঘবদ্ধ প্রচেষ্টার ফসল এই অর্জন। ২০১৪ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষয় বিপুল সংখ্যক জি.পি.এ পাওয়ার পাশাপাশি জে.এস.সিতে ও ভাল করেছে। ২০১৫ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় কদমতলী থানায় অর্ন্তভূক্ত সকল স্কুলসমূহের মধ্যে সর্বোচ্চ জি.পি.এ- ৫ পেয়ে অন্যান্য রেকর্ড অর্জন করেছে। ২০১৬,২০১৭ ও ২০১৯ সালে কদমতলী থানায় পরপর তিনবার প্রথম স্থান অর্জ ন করে। এছাড়াও  উচ্চমাধ্যমিক পর্যায়ে্রএকাদশ শ্রেণিতে ২০২২-২০২৩সেশনে ২য় ব্যাচে ভর্তি  চলছে।আমাদের গৌরব আমাদের অহংকার।ইম্পেরিয়াল স্কুল এন্ড কলেজেরশিক্ষার্থীরা প্রায় সবরকম কৃতিত্বই অর্জন করার পথে রয়েছে। অধ্যক্ষ  মোঃ আসাদুজ্জামান-এর নেতৃত্ব ও কৌশলে তাও হয়ত এক সময় সম্ভব হবে। প্রতিষ্ঠানের সকলের সর্বাঙ্গিন কল্যাণ কামনা করছি।